‘জাতির পিতা’ শব্দ বিলুপ্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

- আপডেট সময় : ০৯:৪৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

জাতির পিতা শব্দের বিলুপ্তি চেয়ে এবং স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের সঠিক তালিকা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং ইতিহাস বিকৃতির সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার জন্য একটি কমিশন গঠনের আবেদন করা হয়েছে।
রিটটি গত ১৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জনস্বার্থে দায়ের করেছেন। তিনি জানান, রিটে সংবিধানের ৪ক অনুচ্ছেদ বাতিলের আবেদন করা হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস ও ২০২৪ সালের ছাত্র আন্দোলন সম্পর্কে সঠিক তথ্য পাঠ্যপুস্তক এবং গণমাধ্যমে তুলে ধরার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট আবেদনকারী আইনজীবী বলেন, কোনো একক ব্যক্তি একটি দেশ স্বাধীন করতে পারেন না। তাই ‘জাতির পিতা’ শব্দ ব্যবহার না করে, দেশের স্বাধীনতার সঙ্গে সংশ্লিষ্ট সবার সঠিক তালিকা প্রণয়ন প্রয়োজন। তিনি আরও জানান, ৯৩ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশে সংবিধানের সংশ্লিষ্ট অংশগুলো পর্যালোচনা করে পরিবর্তন আনার জন্য রিটটি দাখিল করা হয়েছে।
রিটে আরও উল্লেখ করা হয়েছে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়নের পাশাপাশি তা বিকৃতির চেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এজন্য একটি স্বাধীন কমিশন গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে।
রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল হওয়ার পর বিষয়টি এখন আদালতের বিবেচনার অপেক্ষায় রয়েছে। তবে এ বিষয়ে আদালতের পক্ষ থেকে এখনো কোনো শুনানির তারিখ নির্ধারণ করা হয়নি।