ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

শেখ হাসিনা নির্বাচন নিয়ে তামাশা করেছেন: দুদু

পরিবর্তন টিভি নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১০:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকে শুধু বাধাই দেননি বরং নির্বাচন নিয়ে তামাশাও করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রে উত্তরণের জন্য প্রধান সিঁড়ি হচ্ছে নির্বাচন। কারণ, শেখ হাসিনা নির্বাচনকে শুধু বাধাই দেয়নি বরং নির্বাচন নিয়ে তামাশাও করেছে। এখন আমরা সরাসরি সেই নির্বাচনের বিরোধিতা করছি। এটা দুঃখজনক। এই জায়গা থেকে আমাদেরকে সরতে হবে। কারণ, নির্বাচন গণতন্ত্র উত্তরণের জন্য প্রধান সিঁড়িই শুধু নয় বরং দেশে গণতন্ত্র, স্বাধীনতা প্রতিষ্ঠা করতে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই।

 

তিনি বলেন, এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না। তবে সব রাজনৈতিক দলের সমর্থনের সরকার। সব রাজনৈতিক দলের সেন্টিমেন্ট তাদেরকে বুঝতে হবে। আর সেন্টিমেন্ট বুঝতে হলে গণতন্ত্রের পথে যাত্রা করতে হবে।

 

তিনি আরও বলেন, গণতন্ত্রের পথে যাত্রা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। মানুষের যে প্রত্যাশাগুলোর জন্য পরিবর্তন হয়েছে, যেমন- জিনিসপত্র দাম কমবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, মানুষ স্বস্তির সঙ্গে বসবাস করতে পারবে, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারবে। কিন্তু এখনও তা হয়নি। এখন যে পরিস্থিতি হয়েছে যার কারণে অনেক জিজ্ঞাসা তৈরি হয়েছে।

 

শামসুজ্জামান দুদু বলেন, তা হলো- যারা নির্বাচনের কথা বলছে তাদেরকে গণতন্ত্রের শত্রু হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করছে শুধু নির্বাচন ও একটি দলকে ক্ষমতায় আনার জন্য এই পরিবর্তন হয়নি।

 

আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য মো. শামীম কায়সার লিংকনসহ আরও অনেকে বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেখ হাসিনা নির্বাচন নিয়ে তামাশা করেছেন: দুদু

আপডেট সময় : ১০:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকে শুধু বাধাই দেননি বরং নির্বাচন নিয়ে তামাশাও করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রে উত্তরণের জন্য প্রধান সিঁড়ি হচ্ছে নির্বাচন। কারণ, শেখ হাসিনা নির্বাচনকে শুধু বাধাই দেয়নি বরং নির্বাচন নিয়ে তামাশাও করেছে। এখন আমরা সরাসরি সেই নির্বাচনের বিরোধিতা করছি। এটা দুঃখজনক। এই জায়গা থেকে আমাদেরকে সরতে হবে। কারণ, নির্বাচন গণতন্ত্র উত্তরণের জন্য প্রধান সিঁড়িই শুধু নয় বরং দেশে গণতন্ত্র, স্বাধীনতা প্রতিষ্ঠা করতে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই।

 

তিনি বলেন, এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না। তবে সব রাজনৈতিক দলের সমর্থনের সরকার। সব রাজনৈতিক দলের সেন্টিমেন্ট তাদেরকে বুঝতে হবে। আর সেন্টিমেন্ট বুঝতে হলে গণতন্ত্রের পথে যাত্রা করতে হবে।

 

তিনি আরও বলেন, গণতন্ত্রের পথে যাত্রা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। মানুষের যে প্রত্যাশাগুলোর জন্য পরিবর্তন হয়েছে, যেমন- জিনিসপত্র দাম কমবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, মানুষ স্বস্তির সঙ্গে বসবাস করতে পারবে, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারবে। কিন্তু এখনও তা হয়নি। এখন যে পরিস্থিতি হয়েছে যার কারণে অনেক জিজ্ঞাসা তৈরি হয়েছে।

 

শামসুজ্জামান দুদু বলেন, তা হলো- যারা নির্বাচনের কথা বলছে তাদেরকে গণতন্ত্রের শত্রু হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করছে শুধু নির্বাচন ও একটি দলকে ক্ষমতায় আনার জন্য এই পরিবর্তন হয়নি।

 

আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য মো. শামীম কায়সার লিংকনসহ আরও অনেকে বক্তব্য দেন।