আজ শনিবার রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হবে ‘ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫’।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
এ উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি আজ সন্ধ্যা ৭ টা থেকে আগামীকাল দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।
এই সময়ে এই মহাসড়কে চলাচলের জন্য সকল যানবাহনকে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ হতে প্রগতি সরণির অভিমুখে) ব্যবহারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়