টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রেতাকে এক মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার মুহাম্মদ নাজমুল হাসান।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন—পৌরসভার ভাল্লুক কান্দি এলাকার নালচান খার ছেলে নুর এবং একই এলাকার নুরু মিয়ার ছেলে আনোয়ার।
জানা যায়, বেড়াডোমা এলাকায় গরুর মালিক বাছেরের একটি বকরা গরু মারা যায়। এরপর পাশেই মরা গরুটি ফেলে রাখেন। সেখান সারা রাত পাহারা দেয়। ঘটনাস্থলে ভোরে তিনজন মিলে গরুটি চামড়া ছিলিয়ে রিকসায় বাজারে নিয়ে এসে বিক্রি করছেন।
এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে উপপরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, পৌর এলাকার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে দিলু মিযার মাংস ঘরে মরা গরুর মাংস বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছালে আমাদের উপস্থিতি লক্ষ করে মাংস ব্যবসায়ীর মালিক দিলু মিয়া পলাতক হয়। এরপর তাত্ক্ষণিকভাবে হাতে নাতে মরা গরুর মাংস জব্দ করে দুজনকে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়।
সেখানে সহকারী কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান মাংস বিক্রেতা নুরু মিয়ার ছেলে আনোয়ারকে এক মাসের কারাদণ্ড দেন এবং ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলার ভেটেনারি ডা. মো. শাহিন আলম, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, জেলা ইন্সপেক্টর মমতা নজরুল ইসলাম এবং কসাই ইন্সপেক্টর সোহেল রানা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়