আগামী ২০ ফেব্রুয়ারি থেকে আহসান মঞ্জিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সুফি ফেস্ট’। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে রাত ৯টা পর্যন্ত।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে থাকবে পুঁথিপাঠ, মুরশিদি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মারফতি, লোকসংগীতের পাশাপাশি মূল আকর্ষণ থাকবে নাফস ও কারার ব্যান্ডের কাওয়ালি পারফরম্যান্স, দ্য সার্কেল ট্রুপের সুফি রাক্স (রুমি ড্যান্স) ও সুফি হাদরাসহ আকর্ষণীয় বহু অনুষঙ্গ।
সুফি ফেস্টের আয়োজক শেখ ফাহিম ফয়সাল জানিয়েছেন, শাহবাজ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সুফি ফেস্ট অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে আর্ট সেশন, মেডিটেশন সেশন, বাঁশি এবং ভায়োলিন সেশন, প্রশ্নোত্তর পর্ব, সুফি রাক্স ওয়ার্কশপ, সুফি হাদরা ওয়ার্কশপসহ গুরুত্বপূর্ণ আয়োজন রয়েছে। তা ছাড়া বই, ঐতিহ্যবাহী ঢাকাই এবং নবাব বাড়ির খাবার, পোশাক, বিভিন্ন তৈজসপত্র, পারফিউম, ব্যাগ, উত্তরীয়, নানাধরণের বাদ্যযন্ত্রসহ অনুষ্ঠানে বিচিত্র স্টল থাকবে।
মেলায় উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমানসহ সুফি মাশায়েখগণ, ঢাকার নবাব পরিবারের বংশধরগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী মহল থেকে গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন শাহবাজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাইয়েদ হুসাইন শাহবাজি।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর আহসান মঞ্জিলে কোনো অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে প্রধানতম হলো আহসান মঞ্জিল। এই ঐতিহাসিক স্থাপনাটি অনুষ্ঠানের গুরুত্ব ও মাহাত্ম্য বৃদ্ধি করবে।
যারা সুফি ফেস্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়