সংবাদ শিরোনাম :
নোটিশঃ
চাঁদ দেখা গেছে, রোববার রোজা

পরিবর্তন টিভি নিউজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৭:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। রোববার (২ মার্চ) থেকে রোজা শুরু হবে। সে হিসেবে আজ শনিবার (১ মার্চ) রাতে তারাবির নামাজ শুরু হবে।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম থেকে পরিবর্তন টিভি’র প্রতিবেদক জানান, তারা রমজান মাসের চাঁদ দেখেছেন।
রমজান মাসে সিয়াম সাধনা ও ইবাদতে কাটান সারা বিশ্বের প্রায় ১৮০ কোটি মুসলমান। মুসলিম উম্মাহর প্রতি আল্লাহর বিশেষ অনুকম্পার মাস রমজান। তাই এই রমজান মাসে ত্যাগ ও সংযমের চর্চা করে খোদার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকেন মুসলিম উম্মাহ।
এ মাসেই মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর ওপর কোরআন শরিফ নাজিল হয়। রমজান মাসে রোজা রাখা ইসলাম ধর্মের ৫টি মূল ভিত্তির অন্যতম এবং সব স্বাস্থ্যবান মুসলিমের জন্য রোজা রাখা ফরজ।
হাজার বছর ধরে সন্ধ্যার আকাশে চাঁদ দেখে রমজান মাসের শুরু এবং দুই ঈদের দিন সম্পর্কে নিশ্চিত হয়ে আসছে সারা বিশ্বের মুসল্লিরা। চাঁদ দেখা সাপেক্ষে সূচিত হয় রমজান মাস। তারাবির নামাজও পড়া শুরু হয় সেদিন থেকে।