ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

আসাদের অনুগতদের বিরুদ্ধে অভিযান জোরদার

আন্তর্জাতিক ডেস্ক,
  • আপডেট সময় : ০৬:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৭১ জন নিহত হওয়ার পর শুক্রবার দেশটির নতুন কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু করেছে।

যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থার বরাত দিয়ে দামেস্ক থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

২০২৪ সালের ডিসেম্বরে ইসলামপন্থী বিদ্রোহীদের প্রবল অভিযানে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এই সহিংসতা দেশটির নতুন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

আসাদের পতনের মাধ্যমে সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান হয়। গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমন-পীড়ন করতে গিয়ে এই গৃহযুদ্ধ শুরু হয়েছিল।

নতুন করে সহিংসতার পর আসাদ পরিবারের শক্ত ঘাঁটি ও আলাউইত সম্প্রদায়ের আবাসস্থল হিসেবে পরিচিত উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় কারফিউ জারি করা হয়েছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, লাতাকিয়া ও এর পার্শ্ববর্তী তারতুস শহর ও পাহাড়ে নিরাপত্তা বাহিনী ‘বৃহৎ আকারে’ অভিযান শুরু করেছে।

বেসামরিক নাগরিকদের বাড়িতে অবস্থানের আহ্বান জানিয়ে দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা সানাকে বলেন, অভিযানটি আসাদের মিলিশিয়াদের অবশিষ্টাংশ ও তাদের সমর্থনকারীদের লক্ষ্য করে পরিচালনা করা হচ্ছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লাতাকিয়া ও তারতুস শহরে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গতকাল সংঘর্ষে ৭১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৩২ জন বন্দুকধারী ও চারজন বেসামরিক নাগরিক রয়েছেন।

ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা দ্য অবজারভেটরি জানিয়েছে, উভয় পক্ষই কয়েক ডজন লোককে আহত ও বন্দি করেছে। দেশটির কর্তৃপক্ষ হোমস ও তারতুসেও কারফিউ জারি করেছে।

লাতাকিয়ার নিরাপত্তা কর্মকর্তা মুস্তাফা কেনিফতি বলেছেন, পরিকল্পিতভাবে আসাদের মিলিশিয়া অবশিষ্টাংশের বেশ কয়েকটি দল জাবলেহ এলাকায় আমাদের অনেক টহলকে লক্ষ্য করে অবস্থান ও চেকপয়েন্টে আক্রমণ করেছে।

কেনিফতি বলেছেন, নিরাপত্তা বাহিনী তাদের (আসাদের অনুগতদের) উপস্থিতি নির্মূল করতে কাজ করবে।

তিনি বলেন, শাসন কাজ পরিচালনা ও আমাদের জনগণের সম্পত্তি রক্ষা করতে আমরা এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনব।

এদিকে বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার নিরাপত্তা বাহিনী আসাদের বাবা ও পূর্বসূরী হাফেজ আল-আসাদের শাসনামলে ‘শত শত হত্যার অভিযোগে অভিযুক্ত’ জেনারেল ইব্রাহিম হুয়েইজাকে আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আসাদের অনুগতদের বিরুদ্ধে অভিযান জোরদার

আপডেট সময় : ০৬:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৭১ জন নিহত হওয়ার পর শুক্রবার দেশটির নতুন কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু করেছে।

যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থার বরাত দিয়ে দামেস্ক থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

২০২৪ সালের ডিসেম্বরে ইসলামপন্থী বিদ্রোহীদের প্রবল অভিযানে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এই সহিংসতা দেশটির নতুন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

আসাদের পতনের মাধ্যমে সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান হয়। গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমন-পীড়ন করতে গিয়ে এই গৃহযুদ্ধ শুরু হয়েছিল।

নতুন করে সহিংসতার পর আসাদ পরিবারের শক্ত ঘাঁটি ও আলাউইত সম্প্রদায়ের আবাসস্থল হিসেবে পরিচিত উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় কারফিউ জারি করা হয়েছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, লাতাকিয়া ও এর পার্শ্ববর্তী তারতুস শহর ও পাহাড়ে নিরাপত্তা বাহিনী ‘বৃহৎ আকারে’ অভিযান শুরু করেছে।

বেসামরিক নাগরিকদের বাড়িতে অবস্থানের আহ্বান জানিয়ে দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা সানাকে বলেন, অভিযানটি আসাদের মিলিশিয়াদের অবশিষ্টাংশ ও তাদের সমর্থনকারীদের লক্ষ্য করে পরিচালনা করা হচ্ছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লাতাকিয়া ও তারতুস শহরে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গতকাল সংঘর্ষে ৭১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৩২ জন বন্দুকধারী ও চারজন বেসামরিক নাগরিক রয়েছেন।

ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা দ্য অবজারভেটরি জানিয়েছে, উভয় পক্ষই কয়েক ডজন লোককে আহত ও বন্দি করেছে। দেশটির কর্তৃপক্ষ হোমস ও তারতুসেও কারফিউ জারি করেছে।

লাতাকিয়ার নিরাপত্তা কর্মকর্তা মুস্তাফা কেনিফতি বলেছেন, পরিকল্পিতভাবে আসাদের মিলিশিয়া অবশিষ্টাংশের বেশ কয়েকটি দল জাবলেহ এলাকায় আমাদের অনেক টহলকে লক্ষ্য করে অবস্থান ও চেকপয়েন্টে আক্রমণ করেছে।

কেনিফতি বলেছেন, নিরাপত্তা বাহিনী তাদের (আসাদের অনুগতদের) উপস্থিতি নির্মূল করতে কাজ করবে।

তিনি বলেন, শাসন কাজ পরিচালনা ও আমাদের জনগণের সম্পত্তি রক্ষা করতে আমরা এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনব।

এদিকে বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার নিরাপত্তা বাহিনী আসাদের বাবা ও পূর্বসূরী হাফেজ আল-আসাদের শাসনামলে ‘শত শত হত্যার অভিযোগে অভিযুক্ত’ জেনারেল ইব্রাহিম হুয়েইজাকে আটক করেছে।