ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

সুনামগঞ্জে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে টাস্কফোর্স- এর অভিযানকালে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ

চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলার সদর উপজেলায় আজ সুরমা নদীতে টাস্কফোর্স- এর অভিযানকালে স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শার্ট ও প্যান্ট পিস, শাড়ি, থ্রি পিস, থান কাপড় এবং সোফার কাপড় জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সুরমা নদীর সাহেব বাড়ি ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল জব্দ করে টাস্কফোর্স।

সুনামগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব-এর নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে সুনামগঞ্জ-২৮ বিজিবি’র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মো. রফিকুল ইসলামসহ বিজিবি জওয়ানরা অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্র জানায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স সুরমা নদীর সুনামগঞ্জ সাহেববাড়ি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন একিট ইঞ্জিন-চালিত স্টিল বডি নৌকাসহ দুই হাজার ৭১৮ পিস ভারতীয় শার্ট, চারহাজার ২১৬ মিটার প্যান্ট পিস, ৯০ পিস শাড়ী, ২৩টি থ্রি পিস, এক হাজার ৯১০ দশমিক ১১ মিটার থান কাপড় এবং তিনশ’ দশমিক ৭৫ মিটার সোফার কাপড় জব্দ করে। এসব সামগ্রির আনুমানিক বাজার মূল্য এক কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৮৭১ টাকা।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুনামগঞ্জে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় : ০৫:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

জেলার সদর উপজেলায় আজ সুরমা নদীতে টাস্কফোর্স- এর অভিযানকালে স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শার্ট ও প্যান্ট পিস, শাড়ি, থ্রি পিস, থান কাপড় এবং সোফার কাপড় জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সুরমা নদীর সাহেব বাড়ি ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল জব্দ করে টাস্কফোর্স।

সুনামগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব-এর নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে সুনামগঞ্জ-২৮ বিজিবি’র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মো. রফিকুল ইসলামসহ বিজিবি জওয়ানরা অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্র জানায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স সুরমা নদীর সুনামগঞ্জ সাহেববাড়ি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন একিট ইঞ্জিন-চালিত স্টিল বডি নৌকাসহ দুই হাজার ৭১৮ পিস ভারতীয় শার্ট, চারহাজার ২১৬ মিটার প্যান্ট পিস, ৯০ পিস শাড়ী, ২৩টি থ্রি পিস, এক হাজার ৯১০ দশমিক ১১ মিটার থান কাপড় এবং তিনশ’ দশমিক ৭৫ মিটার সোফার কাপড় জব্দ করে। এসব সামগ্রির আনুমানিক বাজার মূল্য এক কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৮৭১ টাকা।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।