চাঁদপুরে পৈশাচিক নির্যাতনের শিকার রুজিনার মামা-মামির বিরুদ্ধে সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেছে তার বাবা আলী আহম্মদ ভূঁইয়া। আর গুরুতর অসুস্থ রুজিনা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজিনার মামি রোকেয়া বেগমকে প্রধান আসামি ও মামা রুবেল মোল্লাকে দ্বিতীয় আসামি করে মামলা করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। তিনি বলেন, মামলা হওয়ার পরে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে দুপুরে এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানা পরির্দশনে আসেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। তিনি মামলার বিষয়ে খোঁজ খবর নেন এবং সদর হাসপাতালে চিকিৎসাধীন রুজিনার পরিবারের সঙ্গে কথা বলেন।
পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার বিকেলে-৯৯৯ কলের মাধ্যমে পুলিশ জানতে পেরে মাদরাসা রোড থেকে মেয়েটিকে উদ্ধার করে। প্রাথমিকভাবে জানাতে পেরেছি মেয়েটি গত এক বছর পূর্ব থেকে তার মামার বাসায় কাজ করে। মামাতো বোন ও ভাইকে দেখাশুনা করত। তার ওপর অমানবিক নির্যাতন হয়। তাকে তার বাবা মার সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয়নি। পুলিশ ওই মামা-মামিকে আটক করে। এই ঘটনায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়