ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

উত্তরের পথে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

পরিবর্তন টিভি নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদযাত্রায় উত্তরের পথে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এখনো যানজটের সৃষ্টি হয়নি। এতে করে যানজট সৃষ্টি না হওয়ায় নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ অনেকটা স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছে।

অপরদিকে অন্যান্য দিনের চেয়ে তুলনামূলকভাবে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।

অপরদিকে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০শ টাকা।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার কবির হোসেন জানান, ঢাকা মহাখালী থেকে উঠেছে। ঢাকার প্রবেশপথে যানজট থাকলেও সারা রাস্তায় কোনো যানজট নেই। এবারে স্বস্তিতে যেন বাড়ি যাচ্ছি। তিনি আরো বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে কোনো ভোগান্তি হয়নি।

তবে আগের চেয়ে ভাড়া কিছুটা বেশি হলেও অন্য বছরের চেয়ে এবারে কিন্তু তুলনামূলক ভাড়া বেশি নিচ্ছে না। তাই তিনি বলেন, যানবাহনের ভাড়ার ব্যাপারেও তুলনামূলক ভোগান্তি নেই।

এদিকে যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল কালবেলাকে জানান, যানজট নিরসনের জন্য সেতু এলাকায় দু-পাড়ে ১৮টি বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও মোটরসাইকেলের জন্য দু-পাড়ে ৪টি বুথ স্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উত্তরের পথে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

আপডেট সময় : ০৬:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

ঈদযাত্রায় উত্তরের পথে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এখনো যানজটের সৃষ্টি হয়নি। এতে করে যানজট সৃষ্টি না হওয়ায় নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ অনেকটা স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছে।

অপরদিকে অন্যান্য দিনের চেয়ে তুলনামূলকভাবে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।

অপরদিকে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০শ টাকা।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার কবির হোসেন জানান, ঢাকা মহাখালী থেকে উঠেছে। ঢাকার প্রবেশপথে যানজট থাকলেও সারা রাস্তায় কোনো যানজট নেই। এবারে স্বস্তিতে যেন বাড়ি যাচ্ছি। তিনি আরো বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে কোনো ভোগান্তি হয়নি।

তবে আগের চেয়ে ভাড়া কিছুটা বেশি হলেও অন্য বছরের চেয়ে এবারে কিন্তু তুলনামূলক ভাড়া বেশি নিচ্ছে না। তাই তিনি বলেন, যানবাহনের ভাড়ার ব্যাপারেও তুলনামূলক ভোগান্তি নেই।

এদিকে যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল কালবেলাকে জানান, যানজট নিরসনের জন্য সেতু এলাকায় দু-পাড়ে ১৮টি বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও মোটরসাইকেলের জন্য দু-পাড়ে ৪টি বুথ স্থাপন করা হয়েছে।