ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

গাজীপুরে দুই শিশুকে হত্যা, পুলিশ হেফাজতে বাবা-মা

পরিবর্তন টিভি নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১০:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের টঙ্গীতে এক ফ্ল্যাট বাসায় দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- আব্দুল্লাহ বিন ওমর (৪) ও মালিহা আক্তার (৬)। তারা দুজনই বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল বাতেন মিয়া ও সালেহা বেগম দম্পতির সন্তান।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর নিহত শিশুদের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত হত্যার পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। অধিকতর তদন্তের জন্য আরও জিজ্ঞাসাবাদ চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল বাতেন মিয়া পরিবারসহ ওই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। তাদের তিন সন্তানের মধ্যে বড় মেয়ে শুক্রবার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। দুপুরে সালেহা বেগম মাথা ব্যথার ওষুধ খেয়ে দুই সন্তানকে ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। আর স্বামী আব্দুল বাতেন ছিলেন বাসার বাইরে। বিকেলে ঘুম থেকে উঠে সালেহা ঘরের মেঝেতে দুই সন্তানের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

 

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, শুক্রবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশুদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা ছুটে এসে মর্মান্তিক দৃশ্য দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুরে দুই শিশুকে হত্যা, পুলিশ হেফাজতে বাবা-মা

আপডেট সময় : ১০:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

গাজীপুরের টঙ্গীতে এক ফ্ল্যাট বাসায় দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- আব্দুল্লাহ বিন ওমর (৪) ও মালিহা আক্তার (৬)। তারা দুজনই বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল বাতেন মিয়া ও সালেহা বেগম দম্পতির সন্তান।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর নিহত শিশুদের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত হত্যার পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। অধিকতর তদন্তের জন্য আরও জিজ্ঞাসাবাদ চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল বাতেন মিয়া পরিবারসহ ওই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। তাদের তিন সন্তানের মধ্যে বড় মেয়ে শুক্রবার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। দুপুরে সালেহা বেগম মাথা ব্যথার ওষুধ খেয়ে দুই সন্তানকে ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। আর স্বামী আব্দুল বাতেন ছিলেন বাসার বাইরে। বিকেলে ঘুম থেকে উঠে সালেহা ঘরের মেঝেতে দুই সন্তানের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

 

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, শুক্রবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশুদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা ছুটে এসে মর্মান্তিক দৃশ্য দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।