ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুলি, মারধরে আহত ১

লালপুর (নাটোর) প্রতিনিধি,পরিবর্তন টিভি
  • আপডেট সময় : ১০:২৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরে চাঁদার টাকা না দেওয়ায় এক ব্যক্তিকে মারধর ও প্রকাশ্যে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যক্তির নাম গোলাম কিবরিয়া কাজল (৪৫)। সে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৬ এপ্রিল) রাতে নাগশোষা গ্রামের আকবর সরদারের ছেলে মনি সরদার (৩২) একই গ্রামের গোলাম কিবরিয়া কাজলকে অস্ত্রের ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে মনি সরদারসহ কয়েকজন মিলে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় কাজলকে মারধর করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন।

এ ঘটনার পর স্থানীয় লোকজন একত্রিত হতে থাকলে মনি সরদার প্রকাশ্যে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে কেউ আহত না হলেও এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এদিকে ঘটনার পর যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত গোলাম কিবরিয়া কাজল জানান, গত বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তার বাড়িতে এসে মনি সরদার ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় তাকে হুমকি দিয়ে চলে যায়। শুক্রবার দুপুরে ইউনিয়ন পরিষদে মনি সরদারের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে কাউকে না পেয়ে বাড়ি ফেরার সময় বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে তার পথরোধ করে মনি সরদার ও তার লোকজন। এ সময় চাঁদার টাকা না দিয়ে চেয়ারম্যানের নিকট অভিযোগ করতে আসায় মনি ও তার লোকজন তাকে মারধর করে আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান জানান, মনি সরদারের নামে লালপুর থানায় মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুলি, মারধরে আহত ১

আপডেট সময় : ১০:২৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

নাটোরের লালপুরে চাঁদার টাকা না দেওয়ায় এক ব্যক্তিকে মারধর ও প্রকাশ্যে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যক্তির নাম গোলাম কিবরিয়া কাজল (৪৫)। সে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৬ এপ্রিল) রাতে নাগশোষা গ্রামের আকবর সরদারের ছেলে মনি সরদার (৩২) একই গ্রামের গোলাম কিবরিয়া কাজলকে অস্ত্রের ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে মনি সরদারসহ কয়েকজন মিলে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় কাজলকে মারধর করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন।

এ ঘটনার পর স্থানীয় লোকজন একত্রিত হতে থাকলে মনি সরদার প্রকাশ্যে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে কেউ আহত না হলেও এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এদিকে ঘটনার পর যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত গোলাম কিবরিয়া কাজল জানান, গত বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তার বাড়িতে এসে মনি সরদার ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় তাকে হুমকি দিয়ে চলে যায়। শুক্রবার দুপুরে ইউনিয়ন পরিষদে মনি সরদারের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে কাউকে না পেয়ে বাড়ি ফেরার সময় বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে তার পথরোধ করে মনি সরদার ও তার লোকজন। এ সময় চাঁদার টাকা না দিয়ে চেয়ারম্যানের নিকট অভিযোগ করতে আসায় মনি ও তার লোকজন তাকে মারধর করে আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান জানান, মনি সরদারের নামে লালপুর থানায় মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।