ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে মারা গেছে দুই শিশু। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কিসমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।
দুই শিশু হলো- কিসমত ভৈষা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১৩) ও জাহিরুল ইসলামের মেয়ে জান্নাতুন (১০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে যে কোনো সময়ে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে শিশুরা। মারা যাওয়া শিশু দুজন সাঁতার জানত না। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাদের পুকুর থেকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। তারা সাঁতার জানত না বলে জেনেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পানিতে ডুবে দুজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়