পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চাটমোহর স্টেশনের ১কি:মি: পূর্বে জগতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামের মৃত. খোরজান প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক দীর্ঘ দিন যাবৎ শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ ছিলেন। প্রতিদিন সকালে তিনি বাড়ির পাশের রেললাইন দিয়ে হাটতেন। রোববার সকালে রেললাইনের উপর দিয়ে হাটার মূহুর্তে রাজশাহী থেকে ঢাকা গামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মূলগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ হোসেন মানিক।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়