ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

বগুড়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন জুঁই

বগুড়া প্রতিনিধি,পরিবর্তন টিভি
  • আপডেট সময় : ০৫:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ায় একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতি আকতার জুঁই (৩৫) নামের এক নারী। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে তাদের জন্ম হয়।

টিএমএসএম মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মনোয়ারা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সফলভাবে সিজার সম্পন্ন হয়। বর্তমানে মা ও সন্তানরা হাসপাতালের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন মা ও শিশুরা সুস্থ আছে।

জান্নাতি দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর গ্রামের সৌদি আরব প্রবাসী শরিফুল ইসলামের স্ত্রী। গত বছর জান্নাতি সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন এবং স্বামীর সঙ্গে কিছুদিন কাটানোর পর দেশে ফেরেন।

হাসপাতালে জান্নাতির খালা মোসলেমা বেগম জানান, তাদের (জান্নাতি) সংসারে ৮ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। শুক্রবার বিকেলে হঠাৎ প্রসব ব্যথা উঠলে জুঁইকে হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে অস্ত্রোপচারের মাধ্যমে চারটি পুত্রসন্তান হয়। পরিবারের সবাই খুশি।

ডা. মনোয়ারা খাতুন বলেন, শুক্রবার ওই প্রসূতিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় গর্ভে চারটি সন্তান রয়েছে এবং তাদের বয়স ৩২ সপ্তাহ। রোগীর অবস্থা ভালো না থাকায় পাঁচ সপ্তাহ আগেই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। চারটি সন্তান ও মা সুস্থ রয়েছেন। নবজাতকদের শিশু ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত বছরের অক্টোবর মাসে বগুড়ায় অনন্যা মোদক নামের এক নারীও একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছিলেন। শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়। অনন্যা মোদক মূলত ঠাকুরগাঁওয়ের বাসিন্দা হলেও বগুড়ায় বসবাস করছিলেন।

এ ছাড়াও একই বছর সেপ্টেম্বরে জেলার শেরপুরে লাবনী আক্তার নামের এক গৃহবধূ একসঙ্গে জন্ম দিয়েছিলেন তিন কন্যা সন্তানের। তাদের নাম রাখা হয় হোমায়রা, লাবীবা ও আফিফা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বগুড়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন জুঁই

আপডেট সময় : ০৫:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

বগুড়ায় একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতি আকতার জুঁই (৩৫) নামের এক নারী। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে তাদের জন্ম হয়।

টিএমএসএম মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মনোয়ারা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সফলভাবে সিজার সম্পন্ন হয়। বর্তমানে মা ও সন্তানরা হাসপাতালের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন মা ও শিশুরা সুস্থ আছে।

জান্নাতি দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর গ্রামের সৌদি আরব প্রবাসী শরিফুল ইসলামের স্ত্রী। গত বছর জান্নাতি সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন এবং স্বামীর সঙ্গে কিছুদিন কাটানোর পর দেশে ফেরেন।

হাসপাতালে জান্নাতির খালা মোসলেমা বেগম জানান, তাদের (জান্নাতি) সংসারে ৮ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। শুক্রবার বিকেলে হঠাৎ প্রসব ব্যথা উঠলে জুঁইকে হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে অস্ত্রোপচারের মাধ্যমে চারটি পুত্রসন্তান হয়। পরিবারের সবাই খুশি।

ডা. মনোয়ারা খাতুন বলেন, শুক্রবার ওই প্রসূতিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় গর্ভে চারটি সন্তান রয়েছে এবং তাদের বয়স ৩২ সপ্তাহ। রোগীর অবস্থা ভালো না থাকায় পাঁচ সপ্তাহ আগেই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। চারটি সন্তান ও মা সুস্থ রয়েছেন। নবজাতকদের শিশু ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত বছরের অক্টোবর মাসে বগুড়ায় অনন্যা মোদক নামের এক নারীও একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছিলেন। শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়। অনন্যা মোদক মূলত ঠাকুরগাঁওয়ের বাসিন্দা হলেও বগুড়ায় বসবাস করছিলেন।

এ ছাড়াও একই বছর সেপ্টেম্বরে জেলার শেরপুরে লাবনী আক্তার নামের এক গৃহবধূ একসঙ্গে জন্ম দিয়েছিলেন তিন কন্যা সন্তানের। তাদের নাম রাখা হয় হোমায়রা, লাবীবা ও আফিফা।