ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ

বিনেদোন ডেস্ক,পরিবর্তন টিভি
  • আপডেট সময় : ০৬:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ ও অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে পিটিয়ে রাজধানীর রমনা থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার পর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিককে মারধরের সময় ‘আওয়ামী লীগের দালাল’ বলে স্লোগান দিতে দিতে একদল লোক তাকে থানার দিকে নিয়ে যায়। এক পর্যায়ে তার পরনের কাপড় ছিঁড়ে যায়। পরে থানা চত্বরে নিয়ে গেলে পুলিশ বাহিনী এগিয়ে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

রমনা থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, ‘স্থানীয় জনগণ সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সিদ্দিকের বিরুদ্ধে গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত একাধিক সহিংস ও নৃশংস ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। যদিও এ অভিযোগের বিষয়ে অভিনেতা সিদ্দিক বা তার আইনজীবীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন সিদ্দিক। রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন তিনি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন। এছাড়া ঢাকা-১৭ উপনির্বাচনে দলীয় মনোনয়নপত্র কিনে আলোচনায় আসেন তিনি, তবে শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ

আপডেট সময় : ০৬:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

দেশের টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ ও অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে পিটিয়ে রাজধানীর রমনা থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার পর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিককে মারধরের সময় ‘আওয়ামী লীগের দালাল’ বলে স্লোগান দিতে দিতে একদল লোক তাকে থানার দিকে নিয়ে যায়। এক পর্যায়ে তার পরনের কাপড় ছিঁড়ে যায়। পরে থানা চত্বরে নিয়ে গেলে পুলিশ বাহিনী এগিয়ে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

রমনা থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, ‘স্থানীয় জনগণ সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সিদ্দিকের বিরুদ্ধে গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত একাধিক সহিংস ও নৃশংস ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। যদিও এ অভিযোগের বিষয়ে অভিনেতা সিদ্দিক বা তার আইনজীবীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন সিদ্দিক। রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন তিনি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন। এছাড়া ঢাকা-১৭ উপনির্বাচনে দলীয় মনোনয়নপত্র কিনে আলোচনায় আসেন তিনি, তবে শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি।