ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

চাঁদপুরে ১২ লাখ চিংড়ি রেনু জব্দ, ডাকাতিয়া নদীতে অবমুক্ত

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি,পরিবর্তন টিভি
  • আপডেট সময় : ০৬:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে ধরা ১২ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ রেনু পোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ লাখ টাকা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চরভৈরবী গরম বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, এক শ্রেণির অসাধু জেলে বছরের এ সময়ে মেঘনা নদীতে ছোট জাল ব্যবহার করে অবৈধভাবে বাগদা চিংড়ির রেনু পোনা ধরে মজুত করে। পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণে জমা হলে তারা ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে চালান করে।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খুলনা ও সাতক্ষীরায় পাচারের উদ্দেশ্যে এসব রেনু পোনা ধরা হয়েছিল।

এদিকে চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের উপস্থিতিতে সোমবার রাত ১১টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় ড্রাম ভর্তি এসব চিংড়ি রেনু পোনা ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়। অভিযানে কোস্টগার্ডের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাঁদপুরে ১২ লাখ চিংড়ি রেনু জব্দ, ডাকাতিয়া নদীতে অবমুক্ত

আপডেট সময় : ০৬:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে ধরা ১২ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ রেনু পোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ লাখ টাকা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চরভৈরবী গরম বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, এক শ্রেণির অসাধু জেলে বছরের এ সময়ে মেঘনা নদীতে ছোট জাল ব্যবহার করে অবৈধভাবে বাগদা চিংড়ির রেনু পোনা ধরে মজুত করে। পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণে জমা হলে তারা ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে চালান করে।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খুলনা ও সাতক্ষীরায় পাচারের উদ্দেশ্যে এসব রেনু পোনা ধরা হয়েছিল।

এদিকে চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের উপস্থিতিতে সোমবার রাত ১১টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় ড্রাম ভর্তি এসব চিংড়ি রেনু পোনা ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়। অভিযানে কোস্টগার্ডের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।