চাটমোহরে ৩০ লিটার বাংলা মদ, ৩০০ লিটার মদ তৈরির উপকরণ সহ গ্রেফতার ১

- আপডেট সময় : ১১:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে এরিক কস্তা (৫৫) কে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ৩০ লিটার বাংলা মদ ও প্রায় ৩০০ লিটার মদ তৈরির উপকরণ নগদ ৪৪ হাজার টাকা উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, এরিক কস্তা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে দেশীয় মদ উৎপাদন করে বিক্রি করে আসছেন এমন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানার এস আই প্রদীপ কুমার, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই মনির, এএসআই আলামিন সহ সঙ্গী ও ফোর্স নিয়ে হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামে রুবেন দা কস্তার ছেলে এরিক কস্তা বাড়িতে অভিযান চালিয়া রান্নাঘর থেকে মদ তৈরির ৩০০ লিটার উপকরণ ও ডাইনিং টেবিলের নিচে থেকে ৩০ লিটার বাংলা মদ উদ্ধার করে। এ সময় মদ বিক্রির ৪৪ হাজার টাকা জব্দ করে থানা পুলিশ।
পরে এ ব্যাপারে একটি মামলা হলে এরিক কস্তা কে পাবনা জেলা হাজতে প্রেরণ করা হয়।