লালপুরে প্রকাশ্যে গুলি বর্ষনকারী মনি গ্রেফতার

- আপডেট সময় : ১০:৩৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে প্রকাশ্যে গুলি বর্ষণকারী সেই মাদক ব্যবসায়ী মনিকে গ্রেফতার করেছে। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে র্যাব ও পুলিশ যৌথভাবে উপজেলার বিলমাড়ীয়া পদ্মার চরে অভিযান চালিয়ে প্রকাশ্যে গুলি বর্ষণকারী মনিকে গ্রেফতার করে।
উল্লেখ্য – গত ১৬ এপ্রিল রাতে উপজেলার বিলমাড়ীয়ার নাগশোষা গ্রামের আকবর সরদারের ছেলে মনি সরদার (৩২) একই গ্রামের মরহুম লাল মোহাম্মদ মাস্টারের ছেলে গোলাম কিবরিয়া কাজলকে অস্ত্রের ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠে। এঘটনার জের ধরে ১৮ এপ্রিল দুপুরে মনি সরদার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় কাজলকে মারধর করে। স্থানীয় লোকজন কাজলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এদিকে স্থানীয় লোকজন একত্রিত হলে মনি সরদার প্রকাশ্যে গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। গুলিতে কেউ আহত না হলেও এঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহত গোলাম কিবরিয়া কাজল জানান, গত (১৬ এপ্রিল ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে তার বাড়িতে এসে মনি সরদার ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় তাকে হুমকি দিয়ে চলে যায়।
শুক্রবার ১৮ এপ্রিল দুপুরে কাজল বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে মনি সরদারের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে কাউকে না পেয়ে বাড়ি ফেরার সময় বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় তার পথরোধ করে মনি সরদার। এসময় চাঁদার টাকা না দিয়ে চেয়ারম্যানের নিকট অভিযোগ করতে আসায় মনি তাকে মারপিট করে আহত করেন বলে অভিযোগ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় লালপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়।
এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান জানান, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে প্রকাশ্যে গুলি বর্ষণকারী মনি সরদার কে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মনি সরদারের বিরুদ্ধে লালপুর থানায় মাদক মামলা রয়েছে।