বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে এপ্রিল মাসে অভাবনীয় উল্লম্ফন লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা।
এপ্রিলে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ১৭ লাখ ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ৩৪ দশমিক ৬ শতাংশ বেশি। ২০২৪ সালের এপ্রিল মাসে এই পরিমাণ ছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার। শুধু ৩০ এপ্রিল একদিনেই দেশে এসেছে ১৪ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রোববার (৪ মে) জানিয়েছেন, চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত) মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৩ কোটি ৭০ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৩ শতাংশ বেশি। এই ঊর্ধ্বমুখী প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
এর আগে, চলতি বছরের মার্চ মাসে দেশে এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলারের রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড।
এদিকে, সদ্য বিদায়ী ২০২৪ সালেও রেমিট্যান্সে ভালো প্রবাহ দেখা গেছে। ওই বছর দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ ডলার। ডিসেম্বর মাসে এসেছে সর্বোচ্চ ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার।
বিশ্লেষকদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, প্রণোদনা সুবিধা, ব্যাংকিং চ্যানেলের প্রতি প্রবাসীদের আস্থা বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার দীর্ঘদিন ১২২ টাকায় স্থিতিশীল থাকার ফলেই রেমিট্যান্স প্রবাহে এই ধারা তৈরি হয়েছে।
তারা আরও মনে করেন, এই প্রবণতা অব্যাহত থাকলে তা দেশের বৈদেশিক ঋণ নির্ভরতা কমিয়ে আনতে এবং রিজার্ভ পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়