ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

রান্নাঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

পরিবর্তন টিভি নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ির নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তাজিয়া বেগম কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে কালুপুর পোলের গোড়ার সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা প্রথমে বাড়িতে ঢুকে লুটপাট চালায়। একপর্যায়ে তারা তাজিয়া বেগমকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের স্বামী মান্নান ঘটনার সময় মসজিদে এশার নামাজ পড়তে যান। সেখান থেকে তিনি এসে দেখেন রান্নাঘরে তার স্ত্রী তাজিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মান্নানের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা নিহতের স্বজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। কে বা কারা কী কারণে ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি৷

তিনি আরও বলেন, তবে প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রান্নাঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

আপডেট সময় : ০৬:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ির নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তাজিয়া বেগম কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে কালুপুর পোলের গোড়ার সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা প্রথমে বাড়িতে ঢুকে লুটপাট চালায়। একপর্যায়ে তারা তাজিয়া বেগমকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের স্বামী মান্নান ঘটনার সময় মসজিদে এশার নামাজ পড়তে যান। সেখান থেকে তিনি এসে দেখেন রান্নাঘরে তার স্ত্রী তাজিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মান্নানের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা নিহতের স্বজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। কে বা কারা কী কারণে ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি৷

তিনি আরও বলেন, তবে প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।