সিরাজগঞ্জে তীব্রগতিতে বাড়ছে যমুনার পানি, বন্যা আতঙ্ক

- আপডেট সময় : ০৫:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে যমুনা নদীর পানি তীব্রগতিতে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ফলে দ্রুত তলিয়ে যাচ্ছে নদীর অভ্যন্তরে চরাঞ্চলের নিম্নভূমি। স্থানীয়দের মাঝে হঠাৎ বন্যা আতঙ্ক দেখা দিলেও আশংকা উড়িয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
মঙ্গলবার (০৩ জুন) যমুনা নদীর সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪৫ মিটার। ২৪ ঘণ্টায় ৮৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২ দশমিক ৪৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।
অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ০৬ মিটার। ২৪ ঘণ্টায় ৭৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৯৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.০০ মিটার)।
তীব্রগতিতে পানি বাড়তে থাকায় জেলার ৫টি উপজেলার ৩৫টি ইউনিয়নের চরাঞ্চলের মানুষের মাঝে আগাম বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। সে সঙ্গে নিম্নাঞ্চলের ফসলও তলিয়ে যাওয়ার শঙ্কায় আছে চরের মানুষ।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধির হার অনেক বেশি ছিল। আরও দুদিন পানি বাড়বে। তবে এ দফায় বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই।