বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের ছোট হরিপুর গ্রামের একমাত্র ব্যবহারযোগ্য রাস্তা টানা বৃষ্টির কারণে ভয়াবহভাবে ভেঙে পড়েছে। গতরাতের টানা বৃষ্টিপাতের ফলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, যার ফলে সাধারণ মানুষ বিশেষ করে কৃষক ও দিনমজুররা পড়েছেন চরম বিপাকে।
এলাকাবাসী জানান, চারদিকেই রাস্তার সমস্যা। খালিমপুর দিয়ে যে রাস্তাটি পাকা করার জন্য সংস্কার চলছে, সেটিও বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। অন্যদিকে, বড় হরিপুর দিয়ে বিকল্প যে রাস্তাটি রয়েছে, তাও হাটুসম কাদায় পরিণত হয়েছে, যেখানে চলাচল করা প্রায় অসম্ভব।
একজন কৃষক বলেন, “আমাদের যে একমাত্র রাস্তা ছিল, সেটাও এখন ভেঙে গেছে। এখন আমরা আমাদের উৎপাদিত কাঁচা মাল কোন পথে বাজারে নিয়ে যাবো?” এমতাবস্থায়, স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তাটি সংস্কার ও বিকল্প চলাচল ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী ও অসুস্থ রোগীরাও দুর্ভোগ পোহাচ্ছে প্রতিনিয়ত। এলাকাবাসী দাবি করছেন, রাস্তার দ্রুত মেরামত না হলে জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়বে।
তাদের আকুতি — “আমরা কি একটু রাস্তা পাব না?” স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়