ঠোঁট ও তালু কাটা শিশুদের ফ্রি চিকিৎসায় মেডিকেল মিশন

- আপডেট সময় : ০৯:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

ঠোঁট ও তালু কাটাসহ মুখের জন্মগত বিকৃতি নিয়ে জন্ম নেয়া শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারের লক্ষ্যে ঢাকায় ছয় দিনের এক বিশেষ মেডিকেল মিশন শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকালে রাজধানীর ফুলবাড়িতে অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ মেডিকেল মিশন’ শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক ডা. মো. আ. রাজ্জাক সরকার, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদা ফিজ্জা কবির ও স্মাইল এশিয়ার মহাসচিব অভিমন্যু তালুকদার।
প্রধান অতিথি ডা. মো. মোখলেস উর রহমান বলেন, সরকারি–বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও উন্নত হবে। তিনি চিকিৎসা পেশাজীবীদের সেবার প্রতি নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখার আহ্বান জানান।
বর্ষায় ত্রিমুখী হুমকি, চিকুনগুনিয়া-ডেঙ্গু ও কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ছে
আন্তর্জাতিক সংস্থা স্মাইল এশিয়া এবং বাংলাদেশের উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই মিশন পরিচালিত হচ্ছে। মুখের বিভিন্ন জন্মগত বিকৃতির চিকিৎসায় বিশেষায়িত স্মাইল এশিয়ার ৩৯ সদস্যের একটি আন্তর্জাতিক প্রতিনিধি দল এই মিশনে কাজ করছে, যার মধ্যে রয়েছে ১২টি দেশের ৩২ জন চিকিৎসক, নার্স, থেরাপিস্ট ও অন্যান্য চিকিৎসা পেশাজীবী।