জাতীয়ম পেনশন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন পাবনার আয়োজনে পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের প্রবেশমুখে গতকাল সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এসময় অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মর্জিনা আক্তার, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লিটন কুমার দে,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আরজুমা আক্তার, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলমসহ জাতীয় পেনশন কর্তৃপক্ষ, নির্বাহী কর্মকর্তাগণ ও ব্যাংকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা নিয়ে আয়োজিত এই মেলায় ১৮ টি ব্যাংক, ৯ টি এনজিও, বিকাশ, নগদ, জেলা ও উপজেলা প্রশাসনসহ মোট ৪৩ টি স্টল রয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য বিভিন্ন পেনশন স্কিমের আওতায় রেজিষ্ট্রেশনের সুব্যবস্থা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়