বগুড়ার শাহজাহানপুরে ছুরিকাঘাতে নিহত ১

- আপডেট সময় : ০২:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টায় ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে ফটকি ব্রিজ সংলগ্ন এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত আনোয়ার হোসেন নওগাঁ জেলার মান্দা থানার দুর্গাপুর গ্রামের মোঃ খোয়াজ উদ্দিনের ছেলে। তিনি প্রায় দশ বছর ধরে শাহজাহানপুর উপজেলার বেতগাড়ীস্থ রেনেটা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউটর হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে শাহজাহানপুরের সাজাপুর আকন্দপাড়ায় জিয়াউর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে এক ব্যক্তি ফটকি ব্রিজ এলাকায় রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহটি পর্যবেক্ষণ করে। প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হলেও, পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ পরীক্ষা করে দেখতে পায় যে, আনোয়ার হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার বুকের ডান স্তনের পাশে, বুকের নিচে, ডান হাতের কনুই এবং কব্জির মাঝামাঝি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহজাহানপুর থানায় একটি জিডি (নং-১৬৯০) করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।