চাটমোহরের হান্ডিয়ালে পালিত হলো রথযাত্রা

- আপডেট সময় : ০৭:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ২০ বার পড়া হয়েছে

চাটমোহরের হান্ডিয়ালে আজ শুক্রবার (২৭ জুন) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পালিত হলো হান্ডিয়াল রথযাত্রা। পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের প্রাচীন জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে আয়োজিত এই রথযাত্রা স্থানীয়ভাবে একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উৎসবে পরিণত হয়েছে।
বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতিবছর এই রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। ইতিহাস ও লোককথা অনুযায়ী, হান্ডিয়াল জগন্নাথ মন্দির ত্রয়োদশ বা চতুর্দশ শতকে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। এটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং একটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তিও, যা ঐতিহাসিক এবং স্থাপত্যিক দিক থেকেও সমৃদ্ধ। মন্দিরের দেয়ালে ব্যবহৃত টেরাকোটার নিপুণ ভাস্কর্য শিল্পরসিক দর্শনার্থীদের মুগ্ধ করে।
রথযাত্রা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হান্ডিয়াল বাজার পরিক্রমা করে। পরবর্তী সময়ে অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা, যা একইভাবে বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে পালিত হয়। রথযাত্রা উপলক্ষে হান্ডিয়ালে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নানা বর্ণের পোশাকে সজ্জিত ভক্ত ও অংশগ্রহণকারীরা মেতে ওঠেন সঙ্গীত, কীর্তন ও নানা সাংস্কৃতিক আয়োজনে।
এই উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত, দর্শনার্থী ও পর্যটকের আগমন ঘটে। হান্ডিয়াল রথযাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি বাংলাদেশের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে পরিচিত।