বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী উঠান বৈঠক—যেখানে হৃদয়ে গেঁথে গেল দেশপ্রেম, গণমানুষের আকুতি ও রাজনৈতিক জাগরণ। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার, চিকিৎসক ও সমাজসেবক ডা. ফিরোজ মাহমুদ ইকবাল। তিনি হেঁটে হেঁটে মানুষের খোঁজখবর নেন, শোনেন তাদের সুখ-দুঃখের কথা। তিনি বলেন, এই দেশ আমাদের সকলের। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আপনাদের ভালোবাসা, দোয়া আর আস্থা আমাদের এগিয়ে চলার শক্তি।তিনি দেশনায়ক তারেক রহমানের সুস্থতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চেয়ে বলেন,গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঘরে ঘরে জ্বালাতে হবে সচেতনতর আলো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুজাউদ্দৌলা সুজা (সাবেক জিএস, সরকারি শাহ সুলতান কলেজ), জনাব মতিয়ার রহমান মতিন (সাবেক মেয়র, শিবগঞ্জ), ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন)। এছাড়াও উপস্থিত ছিলেন—আলহাজ্ব আব্দুল লতিফ সরকার, মোঃ সাজু মিয়া, মোঃ শাহ আলম, হারুনুর রশিদ হারুন, সরকার নূরনবী, মো. জাকারিয়া ইসলাম বিপ্লব, সুফি মাওলানা আনিসুজ্জামান বিদ্যুৎ, মোঃ রফিকুল ইসলাম (রাজু), হিরা, ববি ইসলাম, মোঃ আব্দুল বাছেদ, মোঃ আলাবক্ম চৌধুরী, মোঃ রাসেল মাহমুদ, সাংবাদিক রিপন মিয়া ও মোঃ রনি ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকটি ছিল যেন জনগণের সঙ্গে একাত্ম হওয়ার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। সাধারণ মানুষ বলছিলেন—ডা. ইকবাল মানেই ভরসা—তিনি শুধু একজন নেতা নন, তিনি আমাদের আশার নাম।
এই আয়োজন যেন একটি নতুন রাজনৈতিক ও মানবিক জাগরণের সূচনা—যেখানে নেতৃত্ব, ভালোবাসা ও দায়বদ্ধতা এক সুতোয় গাঁথা।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়