সংবাদ শিরোনাম :
নোটিশঃ
হতাশ নিম্ন ও মধ্যবিত্তরা,আগুন দর ইলিশের

চলনবিলের সময় নিউজ ডেস্কঃ
- আপডেট সময় : ০২:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ২০ বার পড়া হয়েছে

মাছের বাজারের চিত্র প্রতি সপ্তাহেই বড় পরিসরে বদলে যাচ্ছে। গত সপ্তাহে যখন আমরা মাছ বাজারের খবর নিয়েছিলাম তখন বিভিন্ন চাষের এবং নদীর মাছের যেই দাম ছিলো সেই প্রতিটি মাছের দাম এই সপ্তাহে এসে কেজিতে অন্তত ২০-৩০ টাকা, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি বেড়েছে।
২০০ টাকা কেজির নিচে আর কোনো মাছ নেই। এমনকি পাঙ্গাস বা তেলাপিয়া, যেটা এর চেয়ে নিচে পাওয়া যাচ্ছে না। অন্যান্য মাছের কথা যদি বলি, রুই মাছ মাঝারি আকারের হলেই সেটা ৩০০ টাকা ছাড়িয়ে যাচ্ছে। কাতলার ক্ষেত্রেও একই অবস্থা। এর বাইরে ছোট ছোট যেসব মাছ রয়েছে যেমন কই মাছ, পোয়া মাছ এগুলোর দামও প্রতি কেজি ২০০ টাকা থেকে ২৫০ টাকার মধ্যে ওঠানামা করছে।