পাবনার ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
পাবনা-১(সাঁথিয়া-বেড়া) নির্বাচনী এলাকার প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এই আসনে ভারী এক নেতার নাম ঘোষণা করা হতে পারে বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়।
সুত্রটি জানান, পাবনা-১(সাঁথিয়া-বেড়া) নির্বাচনী এলাকায় স্বাধীনতার পর থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা সবাই মন্ত্রীর দায়িত্ব পালন করার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন। প্রয়াত সাংসদ মীর্জা আব্দুল আউয়াল ছাড়া এই আসন থেকে নির্বাচিত প্রত্যেকেই মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এরা হলেন অধ্যাপক ড: আবু সাঈদ, মেজর (অব:) মনজুর কাদের, মাওলানা মতিউর রহমান নিজামী ও শামসুল হক টুকু। সবাই ছিলেন আন্তর্জাতিক ভাবে পরিচিত হেভিওয়েট প্রার্থী।
এই আসনে এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমানকে জামায়াতের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনিও একজন হেভিওয়েট প্রার্থী। যেমন-তেমন প্রার্থী তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় ঢোপে টিকবে না। তাই বিএনপির হাইকমান্ড এই আসনে একজন হেভিওয়েট প্রার্থী মনোনয়ন দেয়ার কথা ভাবছেন। পাবনা-১ আসনের প্রার্থী মনোনয়নে সকল দল ও প্রার্থীদের জন্য চমক আসতে পারে বলেও জানান সুত্রটি।
অপর চারটি আসনে যাদের প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে তারা হলেন- পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে সাবেক এমপি অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে কৃষক দলের সভাপতি হাসান কৃষিবিদ জাফির তুহিন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৫ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। নির্ধারিত এলাকায় তাদের নির্বাচনী কাজ করার জন্য মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়