মানবাধিকার অ্যাসোসিয়েশন কর্তৃক বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জ্ঞাপন

- আপডেট সময় : ১১:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

১লা জুলাই ২০২৫ ইং মঙ্গলবার বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে আজ বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির আহ্বায়ক, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বগুড়া প্রেসক্লাব কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি মোঃ রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক মোঃ কালাম আজাদসহ সকল সদস্যের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় মানবাধিকার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন এবং সাংবাদিকতার মাধ্যমে মানবাধিকার সুরক্ষায় তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যরাও মানবাধিকার সুরক্ষায় অ্যাসোসিয়েশনের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান, ডাঃ এ এস এম রায়হান, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক মাইদুল হাসান মাহি, ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, সাংবাদিক মতিন খন্দকার টিটু, সাংবাদিক তারাজুল ইসলাম তাজু, সাংবাদিক হাফসা পারভিন হ্যাপি, মোঃ মুন্না, মোঃ সাব্বির হোসেন ছাবদুল, মোঃ মাহাবুব হাসান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ বগুড়ার সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।