সংবাদ শিরোনাম :
নোটিশঃ
শাজাহানপুর থেকে অস্ত্র, বিস্ফোরক ও হত্যা মামলার আসামি গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ১১:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১২ বার পড়া হয়েছে

মঙ্গলবার (১ জুলাই) সকালে বগুড়ার শাজাহানপুর থেকে অস্ত্র, বিস্ফোরক ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ (৩৮) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন।
শাজাহানপুর থানা সূত্রে জানা গেছে, আবু সাঈদের বিরুদ্ধে গত বছরের ১ নভেম্বর দায়ের করা একটি মামলায় (মামলা নং-০১, জিআর নং-৩২৪/২০২৪) অস্ত্র আইন, দণ্ডবিধি এবং বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে আরও তদন্ত ও আইনি কার্যক্রম চলছে।