পাবনায় কালের কন্ঠ মাল্টিমিডিয়ার ১ম বর্ষপূর্তি পালন

- আপডেট সময় : ১১:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ২২ বার পড়া হয়েছে

কাটা ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাবনায় দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা কালের কন্ঠ পত্রিকার কালের কন্ঠ মাল্টিমিডিয়ার ১ম বর্ষপূর্তি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ লা জুলাই ) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে কন্ঠ মাল্টিমিডিয়ার ১ম বর্ষপূর্তি পালন করা হয়।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,
পাবনা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি ছিফাত রহমান সনম, দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, স্পষ্টবাদি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমরুল হাসান, ড্যাবের পাবনা জেলার সাধারণ সম্পাদক ডা : আহমেদ মোস্তফা নোমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন ও একুশে টিভির স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমি, আরটিভির পাবনা প্রতিনিধি ও পাবনা প্রেসক্লাবের কোষাধক্ষ্য আবুল কালাম আজাদ, পাবনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, কালের কন্ঠ পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, কালের কন্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি রাজিব জোয়ার্দার, বাংলা নিউজ ২৪ পাবনা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, খালেদ হোসেন পরাগ, সাংবাদিক শিপন হোসেন, দেশ টিভির পাবনা প্রতিনিধি শামছুল আলম, ঢাকা পোস্টের পাবনা প্রতিনিধি রাকিব হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান হাবিব আকাশ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সিনসার বিশেষ প্রতিবেদক খালেদ আহমেদ।
বক্তারা বলেন কালের কন্ঠ মাল্টিমিডিয়া সুনামের সাথে সাধারণ মানুষের কথা তুলে ধরে সুনাম অব্যাহত রাখবে এই প্রত্যাশা করি।