বগুড়ায় 'জুলাই বিপ্লব' নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক ছাত্রলীগ কর্মী আশরাফুল আলম তানজিল (২০) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় শহরের সূত্রাপুরের কসাইপাড়া থেকে তাকে আটক করা হয়। তানজিল সূত্রাপুর এলাকার মন্তেজার রহমানের ছেলে।
আজ বুধবার (২ জুলাই, ২০২৫) ডিবির ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিল স্বীকার করেছেন যে, তিনি 'জুলাই বিপ্লব' নিয়ে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। এছাড়াও, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং বগুড়ার রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন।
গণঅভ্যুত্থান চলাকালীন আন্দোলনকারীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ এবং হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথাও তিনি স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত তানজিলকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়