ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

সোহেল বহিষ্কার, নতুন ভারপ্রাপ্ত মহাসচিব পেল এনডিপি

চলনবিলের সময় নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১০:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের মহাসচিব মো. আব্দুল্লাহ-আল-হারুনকে (সোহেল) দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে জাতীয় কার্যনির্বাহী কমিটির মতামতের ভিত্তিতে তার স্থলে হাফেজ আবু সাঈদকে পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- গত ৩০ জুন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান কেএম আবু তাহের। সভায় বিভিন্ন অভিযোগ ও সাংগঠনিক বিশৃঙ্খলার বিষয় বিশ্লেষণ করে দেখা যায় যে, আব্দুল্লাহ-আল-হারুন (সোহেল) দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চেয়ারম্যানের নাম ভাঙিয়ে মিথ্যা অপবাদ ছড়িয়েছেন ও নিজের অবস্থানকে ব্যবহার করে অপকৌশলে অনুমোদনহীন কর্মকাণ্ড পরিচালনা করেছেন। আব্দুল্লাহ আল হারুন (সোহেল) নিজেকে কার্যনির্বাহী কমিটির অনুমোদন ব্যতীত ‘এনডিপি’র সভাপতি হিসেবে পরিচয় দিয়ে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছেন, যা সরাসরি দলের শৃঙ্খলা পরিপন্থি।

অতএব, দলীয় গঠনতন্ত্রের ধারা ৩(খ) অনুযায়ী এবং সভাপতির সুপারিশে, দলের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার স্বার্থে তাকে দল থেকে বহিষ্কার ও মহাসচিব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সোহেল বহিষ্কার, নতুন ভারপ্রাপ্ত মহাসচিব পেল এনডিপি

আপডেট সময় : ১০:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের মহাসচিব মো. আব্দুল্লাহ-আল-হারুনকে (সোহেল) দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে জাতীয় কার্যনির্বাহী কমিটির মতামতের ভিত্তিতে তার স্থলে হাফেজ আবু সাঈদকে পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- গত ৩০ জুন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান কেএম আবু তাহের। সভায় বিভিন্ন অভিযোগ ও সাংগঠনিক বিশৃঙ্খলার বিষয় বিশ্লেষণ করে দেখা যায় যে, আব্দুল্লাহ-আল-হারুন (সোহেল) দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চেয়ারম্যানের নাম ভাঙিয়ে মিথ্যা অপবাদ ছড়িয়েছেন ও নিজের অবস্থানকে ব্যবহার করে অপকৌশলে অনুমোদনহীন কর্মকাণ্ড পরিচালনা করেছেন। আব্দুল্লাহ আল হারুন (সোহেল) নিজেকে কার্যনির্বাহী কমিটির অনুমোদন ব্যতীত ‘এনডিপি’র সভাপতি হিসেবে পরিচয় দিয়ে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছেন, যা সরাসরি দলের শৃঙ্খলা পরিপন্থি।

অতএব, দলীয় গঠনতন্ত্রের ধারা ৩(খ) অনুযায়ী এবং সভাপতির সুপারিশে, দলের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার স্বার্থে তাকে দল থেকে বহিষ্কার ও মহাসচিব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।