শাজাহানপুর উপজেলা ছাত্রদলের অসুস্থ নেতাদের আর্থিক সহায়তা প্রদান

- আপডেট সময় : ০৯:৩৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

শাহজানপুর উপজেলা ছাত্রদলের নেতারা অসুস্থ সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার, মাঝিড়া ইউনিয়ন ছাত্রদল নেতা সনাতন চন্দ্রের অসুস্থ পিতা শ্রী রতন চন্দ্র প্রাং-কে তার ডোমনপুকুর গ্রামের বাড়িতে দেখতে যান উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র। এ সময় উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সনাতনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটন বলেন, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী আমরা একে অপরের ভাই। সব সময় আমরা একে অপরের পাশে দাঁড়াবো, এটাই তারেক রহমানের নির্দেশ।
এরপর, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আশেকপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আকাশ মাহমুদের খোঁজ খবর নিতে রাণীরহাটে তার নিজ বাড়িতে যান। আকাশ মাহমুদ গত কয়েকদিন ধরে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মুনজিল আলম শিপন, মেহেদী হাসান, আবু বক্কর, যুগ্ম-সম্পাদক ইনছান আলী, জিহাদ হোসেন, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক রিয়াদ আল মাহমুদ, সাহিত্য সম্পাদক আবু জিহাদ পল্লব, ছাত্রদল নেতা সোহেল রানা, আলিফ, রবিউল ইসলাম আসিফ, আলী হাসান হিরা, সাদিকুর রহমান তারেক, আল আমিন।