নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই ও ব্যারিস্টার পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে মোঃ শামীম রহমান (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি)। শামীম বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত লিল মিয়ার পুত্র।
মামলার বাদী হারুন-উর রশিদ জানান, শামীম গত ২২ জুন বগুড়ার মম-ইন কফি শপের সামনে দুই সাক্ষীর কাছে যুবদলের পদ পাইয়ে দেওয়ার কথা বলে মোট তিন লক্ষ টাকা দাবি করেন। প্রাথমিক পর্যায়ে তারা শামীমকে নগদ পঞ্চাশ হাজার টাকা দেন। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, তারেক রহমানের এমন কোনো চাচাতো ভাই নেই এবং শামীম বিভিন্ন জেলায় একই পরিচয়ে দলের পদ ও প্রশাসনের পোস্টিং পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করে আসছিলেন।
এই ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা (নং-০৯, তারিখ-০৩/০৭/২০২৫) দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে ডিবি পুলিশ ঢাকার উত্তরা পূর্ব থানাধীন উত্তরা ৪নং সেক্টরের মাটির মসজিদ এলাকায় অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করে। তার কাছ থেকে ডজনখানেক সিম কার্ড, দুটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড এবং দশটি স্বাক্ষরিত ফাঁকা চেক উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দেওয়ার কথা স্বীকার করেছেন। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়