চরণবীন থেকে পাকপাড়া ঘাট সড়কের শেষপ্রান্তে কাঁচা রাস্তা: দুর্ভোগে এলাকাবাসী

- আপডেট সময় : ১০:৫৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

পাবনা জেলার হান্ডিয়াল ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক চরণবীন থেকে পাকপাড়া ঘাট পর্যন্ত পুরোপুরি পাকা হলেও মাত্র ৭০ মিটার অংশ এখনো কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার হাজারো মানুষকে।
জানা গেছে, সড়কটির অধিকাংশ অংশ বহু আগেই পাকা করা হয়েছে। তবে পাকপাড়া ঘাটের একেবারে শেষ প্রান্তে থাকা প্রায় ৭০ মিটার রাস্তা আজও সংস্কারবিহীন রয়ে গেছে। বর্ষা মৌসুমে এই অংশটি কর্দমাক্ত ও কাঁদায় ভরে যায়, ফলে পথচারী, স্কুলগামী শিক্ষার্থী এবং যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই এই কাঁচা অংশটি পাকাকরণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও আজও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়রা দ্রুত এই অংশটুকু পাকা করার দাবি জানিয়ে বলেন, মাত্র ৭০ মিটার কাজ শেষ হলেই পুরো সড়কটি শতভাগ ব্যবহার উপযোগী হবে, আর দুর্ভোগও কমবে অনেক।
উল্লেখ্য, এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে থাকেন এবং এটি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।