রাস্তায় ভূট্রার খরি ও ইট বালু রাখার কারণে সাধারণ পথচারী ও যানবাহনের চরম দুর্ভোগ

- আপডেট সময় : ০৮:০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের চরনবীন একাকায় রাস্তায় ভুট্টার খড়ি শুকানোর কারণে এবং ইট-বালু রেখে দখল করে রাখার ফলে সাধারণ পথচারী ও যানবাহনের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে, কেউ কেউ যেন এই সড়কটিকে ব্যক্তিগত সম্পত্তি ভেবে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করছেন, যা সম্পূর্ণ অনুচিত এবং আইনবিরুদ্ধ।
এই ধরনের কার্যকলাপ শুধু জনদুর্ভোগই বাড়ায় না, বরং জরুরি প্রয়োজনে (যেমন: অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের যাতায়াত) বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। রাস্তা জনগণের সম্পদ — এটিকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা বা দখল করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এলাকাবাসীর দাবি:তৎক্ষণাৎ খড়ি শুকানো বন্ধ করে রাস্তা ফাঁকা রাখা হোক।
রাস্তায় রাখা ইট-বালু দ্রুত অপসারণ করে জনসাধারণের চলাচল নিশ্চিত করা হোক।
প্রয়োজনে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে, যাতে এ ধরনের দখলদারিত্বের পুনরাবৃত্তি না ঘটে।
এই বিষয়ে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনের নজর দেওয়া জরুরি, যাতে সড়কটি সব সময় সচল ও জনসাধারণের ব্যবহারের উপযোগী থাকে।