ডা. এ কে এম গোলাম হাসনাইন সোহান ভার্চুয়ালি যুক্ত হয়ে কিচক বন্দরে বিএনপির গণসংযোগে উদ্দীপ্ত করলেন

- আপডেট সময় : ০৭:০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ গণসংযোগ অনুষ্ঠানে সৌদি আরব থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন শিবগঞ্জের কৃতি সন্তান, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন এবং দুইবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমানের সুযোগ্য পুত্র, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. এ কে এম গোলাম হাসনাইন সোহান।
সৌদি প্রবাসে থেকেও দেশের রাজনীতির প্রতি তাঁর অগাধ ভালবাসা ও দায়বদ্ধতা প্রকাশ করে তিনি বলেন—“প্রবাসে থাকলেও আমরা দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত। দলমত নির্বিশেষে দেশের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” ডা. সোহানের ভার্চুয়াল উপস্থিতি ও প্রেরণাদায়ক বক্তব্য অনুষ্ঠানে আগত নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা ছড়িয়ে দেয় এবং রাজনৈতিক সংগ্রামে নতুন করে অনুপ্রেরণা যোগায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: এ কে এম সোহরাবুজ্জামান (রাহী), সাবেক সিনিয়র সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা যুবদল, মো. সোহান আলী সরকার, সৌদি প্রবাসী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাঈদ, সাবেক সভাপতি, বিহার ইউনিয়ন বিএনপি, সোহাগ হাসান, তরুণ সংগঠক, আব্দুল বাসেদ, সাবেক সাধারণ সম্পাদক, কিচক ইউনিয়ন বিএনপি, মবিন, সাবেক ছাত্রদল নেতা, সাইফুল, সাবেক যুবদল নেতা, রিপন সরকার, সহ-সভাপতি, বিহার ইউনিয়ন ছাত্রদল
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসী ও স্থানীয় নেতাকর্মীদের সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। তারা দলীয় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর জোর দেন।
🇧🇩 শহীদ জিয়া অমর থাকুক
🇧🇩 দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ
🇧🇩 তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি জিন্দাবাদ