“জাতীয়তাবাদী চেতনায় সমবায়ের শক্তি”
শিবগঞ্জে বিএনপিপন্থী সমবায় দলের পরিচিতি ও কর্মী সমাবেশে ঐক্যের দৃপ্ত শপথ

- আপডেট সময় : ১১:০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

য়তাবাদী সমবায় দল, শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ পরিচিতি ও কর্মী সমাবেশ। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ শতাধিক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ শাকিল মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সমবায়ের শক্তিকে গণতান্ত্রিক আন্দোলনের সহযোগী শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। জাতীয়তাবাদী আদর্শেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ মতিয়ার রহমান মতিন – সাবেক পৌর মেয়র ও সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপি, ডাঃ আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন) – সিনিয়র সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপি ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি, এ বি এম কামাল সেলিম – সাবেক সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপি, শাহানা ইউসুফ রুশি
যুগ্ম-আহবায়ক, বগুড়া জেলা কমিটি।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন: এম এ মান্নান – আহ্বায়ক, জাতীয়তাবাদী সমবায় দল, বগুড়া জেলা শাখা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন:
মোঃ গোলাম রব্বানী জাকী- প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি, জাতীয়তাবাদী সমবায় দল, বগুড়া জেলা শাখা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ ইব্রাহীম হোসেন – সদস্য সচিব, বগুড়া জেলা শাখা।
বক্তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং জনকল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষাংশে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও আখেরি মোনাজাত পরিচালিত হয়।