ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মেধাভিত্তিক দেশ গঠনে শিক্ষা অপরিহার্য: ব্যারিস্টার অসীম Logo রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন মাদ্রাসাশিক্ষার্থীরা Logo জুলাই যোদ্ধাদের জন্য চাকরিতে কোটা থাকছে না : মুক্তিযুদ্ধ উপদেষ্টা Logo ৮ দফা দাবিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট করেছেন শিক্ষার্থীরা Logo বিআরটিএ পাবনা সার্কেলের অভিযানে ১২ টি মামলা ও ২৯ হাজার টাকা জরিমানা Logo পদ্মার ভাঙনে সুজানগরের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে শ শ বাড়ীঘর ও ফসলী জমি Logo ৭ম জন্মদিনে স্বপ্নকে শাজাহানপুর প্রেসক্লাবের উষ্ণ অভিনন্দন! Logo টাইগারদের দাপুটে বোলিংয়ে বিধ্বস্ত পাক ব্যাটাররা, মামুলি লক্ষ্য বাংলাদেশের Logo মধ্যরাতে মদ্যপ অবস্থায় নোবেলের মারামারি, অতঃপর… Logo হাতে পবিত্র কোরআন লিখলেন ৯ বছরের শিশু
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

বিয়ের কথা বলে বাড়িতে ডেকে নিল প্রেমিক, অতঃপর..

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ২১ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের দাবিতে নাজমুল হাসান (৪০) নামে এক ব্যবসায়ীর বাড়িতে ২ দিন ধরে অবস্থান নিয়েছেন তার প্রেমিকা (২৭)। প্রেমিকার দাবি, বিয়ের কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে বিয়ে না করে বাড়ি ছেড়ে পালিয়েছেন নাজমুল।

এ ঘটনায় শনিবার (৫ জুলাই) দুপুর ১২টায় ভুক্তভোগী সিমা খাতুনের বাবা বাদী হয়ে নাজমুল হাসানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রেমিক নাজমুল হাসান উপজেলার চৌকিবাড়ি গ্রামের মোমতাজুর রহমানের ছেলে এবং প্রেমিকা একই গ্রামের মেয়ে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিক নাজমুল হাসানের ঘরে বসে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নাজমুল হাসান বিয়ের কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে বিয়ে না করে শনিবার সকালে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে নাজমুল ও তার এ প্রেমিকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখেন নাজমুল। কিন্তু তার সঙ্গে নাজমুলকে বিয়ে করাতে রাজি হয়নি নাজমুলের পরিবার। এ অবস্থায় পরিবারের লোকজন নাজমুলের অন্যত্র বিয়ে ঠিক করে। এ বিষয়টি টের পেয়ে প্রেমিকা নাজমুলের সঙ্গে যোগাযোগ করে। এ সময় বিয়েতে রাজি হয়ে তাকে বাড়িতে নিয়ে নাজমুল কৌশলে নিরুদ্দেশ হয়।

এ বিষয়ে ভুক্তভোগী প্রেমিকা বলেন, প্রায় ১২ বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক। ফাঁদে ফেলে নাজমুল আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে গেছে। এরপর থেকেই নাজমুলকে বিয়ের জন্য চাপ দিচ্ছি। এখন বিয়ের কথা বলে বাড়িতে ডেকে এনে নিরুদ্দেশ হয়ে গেছেন নাজমুল। নাজমুলের পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই অবস্থান কর্মসূচি শুরু করি। বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নিতে হবে।

ধুনট থানার এসআই হায়দার আলী কালবেলাকে বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিয়ের কথা বলে বাড়িতে ডেকে নিল প্রেমিক, অতঃপর..

আপডেট সময় : ০৮:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের দাবিতে নাজমুল হাসান (৪০) নামে এক ব্যবসায়ীর বাড়িতে ২ দিন ধরে অবস্থান নিয়েছেন তার প্রেমিকা (২৭)। প্রেমিকার দাবি, বিয়ের কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে বিয়ে না করে বাড়ি ছেড়ে পালিয়েছেন নাজমুল।

এ ঘটনায় শনিবার (৫ জুলাই) দুপুর ১২টায় ভুক্তভোগী সিমা খাতুনের বাবা বাদী হয়ে নাজমুল হাসানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রেমিক নাজমুল হাসান উপজেলার চৌকিবাড়ি গ্রামের মোমতাজুর রহমানের ছেলে এবং প্রেমিকা একই গ্রামের মেয়ে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিক নাজমুল হাসানের ঘরে বসে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নাজমুল হাসান বিয়ের কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে বিয়ে না করে শনিবার সকালে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে নাজমুল ও তার এ প্রেমিকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখেন নাজমুল। কিন্তু তার সঙ্গে নাজমুলকে বিয়ে করাতে রাজি হয়নি নাজমুলের পরিবার। এ অবস্থায় পরিবারের লোকজন নাজমুলের অন্যত্র বিয়ে ঠিক করে। এ বিষয়টি টের পেয়ে প্রেমিকা নাজমুলের সঙ্গে যোগাযোগ করে। এ সময় বিয়েতে রাজি হয়ে তাকে বাড়িতে নিয়ে নাজমুল কৌশলে নিরুদ্দেশ হয়।

এ বিষয়ে ভুক্তভোগী প্রেমিকা বলেন, প্রায় ১২ বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক। ফাঁদে ফেলে নাজমুল আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে গেছে। এরপর থেকেই নাজমুলকে বিয়ের জন্য চাপ দিচ্ছি। এখন বিয়ের কথা বলে বাড়িতে ডেকে এনে নিরুদ্দেশ হয়ে গেছেন নাজমুল। নাজমুলের পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই অবস্থান কর্মসূচি শুরু করি। বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নিতে হবে।

ধুনট থানার এসআই হায়দার আলী কালবেলাকে বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।