ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

মুরাদনগরে ধর্ষণকাণ্ডের মূল হোতা শাহ পরান কারাগারে

চলনবিলের সময় নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার মুরাদনগরে পাশবিকতার শিকার নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মূল হোতা গ্রেপ্তার শাহ পরানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ নির্দেশ দেন। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান কালবেলাকে জানান, আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আগামীকাল রোববার রিমান্ডের আবেদন করবেন।

এর আগে গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এক নারীকে ধর্ষণের পর নির্যাতন করা হয়। এরপর ধর্ষক ও ধর্ষিতাকে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ধর্ষণের একমাত্র অভিযুক্ত ফজর আলীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ফজর আলী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাকি ৫ আসামি হলেন ধর্ষক ফজর আলীর ভাই শাহপরান, একই এলাকার সুমন, রমজান, আরিফ ও অনিককে ৩ জুলাই আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান কালবেলাকে বলেন, দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করা এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা পেলে তাকেও আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মুরাদনগরে ধর্ষণকাণ্ডের মূল হোতা শাহ পরান কারাগারে

আপডেট সময় : ০৮:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

কুমিল্লার মুরাদনগরে পাশবিকতার শিকার নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মূল হোতা গ্রেপ্তার শাহ পরানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ নির্দেশ দেন। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান কালবেলাকে জানান, আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আগামীকাল রোববার রিমান্ডের আবেদন করবেন।

এর আগে গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এক নারীকে ধর্ষণের পর নির্যাতন করা হয়। এরপর ধর্ষক ও ধর্ষিতাকে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ধর্ষণের একমাত্র অভিযুক্ত ফজর আলীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ফজর আলী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাকি ৫ আসামি হলেন ধর্ষক ফজর আলীর ভাই শাহপরান, একই এলাকার সুমন, রমজান, আরিফ ও অনিককে ৩ জুলাই আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান কালবেলাকে বলেন, দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করা এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা পেলে তাকেও আইনের আওতায় আনা হবে।