চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ নিয়ে বাড়ির ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
কুমিল্লার চৌদ্দগ্রামে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় দুজন নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের ভুজপুর থানার পূর্ব ভুজপুরের ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া ও জয়নাল আবেদীনের ছেলে ওসমান গণি।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে মরদেহ নিয়ে দ্রুতগতির অ্যাম্বুলেন্সটি চট্টগ্রামের ভুজপুরে যাচ্ছিল। বিকেল পৌনে ৫টায় মহাসড়কের বাতিসা এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি লরির পেছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে লাশের স্বজন চট্টগ্রামের ভুজপুর থানার পূর্ব ভুজপুরের ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া ঘটনাস্থলে নিহত হন। একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ওসমান গণি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ওসমান গণিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
মিয়াবাজার হাইওয়ে থানার সার্জের্ন্ট মো. সাকলাইন বলেন, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও মরদেহ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়