পঞ্চগড় জেলার সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জামাদার পাড়া গ্রামে মসজিদের নামে রেকর্ডভুক্ত ১২ শতক খাস জমি অবৈধ দখলমুক্ত করেছে প্রশাসন। দীর্ঘ ২৫ বছর ধরে ওই জমিতে বসতবাড়ি গড়ে বসবাস করছিল একটি পরিবার।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করা জমি মসজিদ কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি।
তিনি জানান, সরকারি খাস জমির ওপর কারও ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করা জমিটি মসজিদের নামে রেকর্ডভুক্ত থাকায় যথাযথ প্রক্রিয়ায় উচ্ছেদ করে প্রকৃত মালিকের (মসজিদ কমিটি) কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। তাঁরা বলেন, জমি সবার, দখল নয় – ন্যায়ের পক্ষে প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়।
স্থানীয়রা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও হতাশা বিরাজ করছিল। আজ ন্যায়ের বিজয় হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়