গাবতলীর কাগইল বাজারে তিনমাথা মোড়ে দীর্ঘদিনের জলাবদ্ধতা—চলাচলে চরম ভোগা
বগুড়া জেলার গাবতলী উপজেলার অন্যতম ব্যস্ততম ও বাণিজ্যিক কেন্দ্র কাগইল বাজারের তিনমাথা মোড়ে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিন শত শত যাত্রী যেখানে গাড়ি থেকে নেমে চলাচল করেন, ঠিক সেখানেই জমে থাকা পানি পথচারী ও যানবাহনের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে এই সমস্যা চললেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে ইট, বালু ও বস্তা দিয়ে, ফলে জলাবদ্ধতা আরও প্রকট আকার ধারণ করেছে। জমে থাকা পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে।
বিশেষ করে স্কুলগামী শিশু, বয়স্ক ও নারীরা প্রতিদিন ভীষণ কষ্ট করে চলাচল করছেন। বর্ষাকালে অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে, তখন হাঁটাচলাই প্রায় অসম্ভব হয়ে ওঠে।
পথচারী ও ব্যবসায়ীরা জানান, এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় প্রশাসনের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। তাঁরা দ্রুত পানি নিষ্কাশন ও রাস্তাটি পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান।
এলাকাবাসীর দাবি, কাগইল বাজার এলাকার এই গুরুত্বপূর্ণ মোড়ে জরুরি ভিত্তিতে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন। তা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে।
উপজেলা প্রশাসন ও এলজিইডি বিভাগের সুদৃষ্টি ও দ্রুত পদক্ষেপ কামনা করছেন স্থানীয় জনগণ।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়