ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলজট, পাহাড়ধসের শঙ্কা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে টানা বর্ষণে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়ক ডুবে যাওয়ায় কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এছাড়া পাহাড়ধসের ঝুঁকি থাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (০৮ জুলাই) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত রাতভর অব্যাহত ছিল। বুধবার (০৯ জুলাই) সকালেও কখনো টিপটিপ, কখনো অঝোর ধারায় বৃষ্টি হয় নগরী ও আশপাশের এলাকায়।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বিকাল তিনটা থেকে বুধবার বিকাল তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বুধবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় ৮৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে টানা বৃষ্টি হওয়ায় নগরীর জিইসি মোড়, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, বহদ্দারহাট ও আগ্রাবাদ এলাকার বিভিন্ন সড়ক ও গলিপথে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থল কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে অনেককেই ভোগান্তিতে পড়তে হয়েছে। বৃষ্টির কারণে গণপরিবহন কম থাকায় দুর্ভোগ বেড়েছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় যান চলাচলেও সমস্যা তৈরি হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আশীষ আচার্য বলেন, সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে দেখি চকবাজারের বাদুরতলা এলাকায় কোমরসমান পানি। অনেক কষ্টে অফিস যেতে হয়েছে।

রহিম উল্লাহ নামের এক অভিভাবক বলেন, বাচ্চাকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে দেখি কাতালগঞ্জে হাঁটুসমান পানি। কোনোমতে লির্ডাস স্কুলে গিয়ে দেখি স্কুলের নিম্নাঞ্চল ডুবে গেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া কালবেলাকে বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হচ্ছে। সপ্তাহজুড়ে বৃষ্টিপাত থাকবে৷ টানা বৃষ্টি হওয়ায় পাহাড়ের মাটি নরম হয়ে আছে। আর সামান্য বৃষ্টি হলেও পাহাড় ধসে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলজট, পাহাড়ধসের শঙ্কা

আপডেট সময় : ০৬:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

চট্টগ্রামে টানা বর্ষণে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়ক ডুবে যাওয়ায় কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এছাড়া পাহাড়ধসের ঝুঁকি থাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (০৮ জুলাই) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত রাতভর অব্যাহত ছিল। বুধবার (০৯ জুলাই) সকালেও কখনো টিপটিপ, কখনো অঝোর ধারায় বৃষ্টি হয় নগরী ও আশপাশের এলাকায়।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বিকাল তিনটা থেকে বুধবার বিকাল তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বুধবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় ৮৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে টানা বৃষ্টি হওয়ায় নগরীর জিইসি মোড়, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, বহদ্দারহাট ও আগ্রাবাদ এলাকার বিভিন্ন সড়ক ও গলিপথে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থল কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে অনেককেই ভোগান্তিতে পড়তে হয়েছে। বৃষ্টির কারণে গণপরিবহন কম থাকায় দুর্ভোগ বেড়েছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় যান চলাচলেও সমস্যা তৈরি হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আশীষ আচার্য বলেন, সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে দেখি চকবাজারের বাদুরতলা এলাকায় কোমরসমান পানি। অনেক কষ্টে অফিস যেতে হয়েছে।

রহিম উল্লাহ নামের এক অভিভাবক বলেন, বাচ্চাকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে দেখি কাতালগঞ্জে হাঁটুসমান পানি। কোনোমতে লির্ডাস স্কুলে গিয়ে দেখি স্কুলের নিম্নাঞ্চল ডুবে গেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া কালবেলাকে বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হচ্ছে। সপ্তাহজুড়ে বৃষ্টিপাত থাকবে৷ টানা বৃষ্টি হওয়ায় পাহাড়ের মাটি নরম হয়ে আছে। আর সামান্য বৃষ্টি হলেও পাহাড় ধসে যেতে পারে।