সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত ফেন্সিডিল ব্যবসায়ী আলম, স্ত্রী ও কন্যাসহ গ্রেফতার ৩

- আপডেট সময় : ০৫:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

বগুড়া শহরের সিউজগাড়ি পাল পাড়ার কুখ্যাত ফেন্সিডিল ব্যবসায়ী মো. আলম, তার স্ত্রী ও কন্যাসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আজ বুধবার (৯ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানে সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে আলম ওই এলাকায় মাদক ব্যবসার মূল হোতা হিসেবে চিহ্নিত ছিল। স্থানীয়দের অভিযোগ, ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে সে দুই স্ত্রী নিয়ে প্রাসাদসম বাড়ি নির্মাণ করেছে এবং এলাকায় প্রভাব বিস্তার করে চলছিল।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে আলম নিজে, তার স্ত্রী এবং প্রাপ্তবয়স্ক কন্যা। তাদের কাছ থেকে ফেন্সিডিল এবং মাদক ব্যবসায় ব্যবহৃত কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে বলে জানা গেছে। এ সময় আলমের ছেলে নয়ন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তাকেও খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এলাকাবাসী সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত নয়নকেও গ্রেফতার করে এই চক্রের শিকড় সমূলে উৎপাটনের দাবি জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর ধরে আলম এলাকার উঠতি যুব সমাজকে মাদকের জালে ফাঁসিয়ে তাদের জীবন ধ্বংস করে দিচ্ছিল। তার প্রভাবে অনেক পরিবারে অশান্তি ও সামাজিক অবক্ষয় দেখা দেয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।