বগুড়ায় পরকীয়ার জেরে গৃহবধূ ববি খাতুনকে (২২) হত্যার ঘটনায় তার স্বামী মোঃ রোহান (২৬) ও পরকীয়া প্রেমিকা মোছাঃ বেলি বেগমকে (২৪) ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার (৯ জুলাই) রাতে যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, রোহান তার স্ত্রী ববির কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২৫ মে রাতে রোহান ও তার সহযোগীরা ববিকে মারধর করেন এবং রোহান ধারালো ছুরি দিয়ে আঘাত করলে ববির মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ববির মা একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়