ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৯ Logo চাটমোহরের হান্ডিয়াল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম সবুর মিঞা আর নেই Logo বগুড়ায় “চলনবিলের সময়” পত্রিকার সাংবাদকর্মীদের মাঝে হাসিমুখে পরিচয়পত্র ও নিয়োগপত্র প্রদান Logo মেধাভিত্তিক দেশ গঠনে শিক্ষা অপরিহার্য: ব্যারিস্টার অসীম Logo রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন মাদ্রাসাশিক্ষার্থীরা Logo জুলাই যোদ্ধাদের জন্য চাকরিতে কোটা থাকছে না : মুক্তিযুদ্ধ উপদেষ্টা Logo ৮ দফা দাবিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট করেছেন শিক্ষার্থীরা Logo বিআরটিএ পাবনা সার্কেলের অভিযানে ১২ টি মামলা ও ২৯ হাজার টাকা জরিমানা Logo পদ্মার ভাঙনে সুজানগরের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে শ শ বাড়ীঘর ও ফসলী জমি Logo ৭ম জন্মদিনে স্বপ্নকে শাজাহানপুর প্রেসক্লাবের উষ্ণ অভিনন্দন!
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক,চলনবিলের সময়
  • আপডেট সময় : ০৫:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের এই সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আজ পাল্লেকেলেতে। আর এই ম্যাচ দিয়েই নতুন করে শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

সফরের প্রথম দুটি সিরিজে জয় না পাওয়ায় মানসিকভাবে কিছুটা চাপে থাকলেও দলীয়ভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটের চ্যালেঞ্জ আলাদা, আর এখানেই নিজেদের নতুন করে প্রমাণ করতে চান লিটন দাসরা।

টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে থাকা লিটন দাস আশাবাদী। তার মতে, প্রতিটি ফরম্যাটের চাহিদা আলাদা।

‘টেস্ট ও ওয়ানডে ভিন্ন, টি-টোয়েন্টি একেবারেই আলাদা সংস্করণ। আমরা জানি, কীভাবে এই ফরম্যাটে খেলতে হয়। সেভাবেই চেষ্টা করব আমরা।

তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। আগের দুটি সিরিজে দল হারায় আত্মবিশ্বাসে ভাটা পড়েছে। লিটন নিজেও ওয়ানডে সিরিজে ছিলেন সাইড বেঞ্চে। এবার অধিনায়ক হিসেবেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে তাকে।

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে অতীত পরিসংখ্যান বাংলাদেশের জন্য খুব একটা সুখকর নয়। দুই দলের ১৭ ম্যাচে জয় মাত্র ৬টি বাংলাদেশের, বাকি ১১টি জয় শ্রীলঙ্কার। আইসিসি র‍্যাঙ্কিংয়েও এগিয়ে লঙ্কানরা—বাংলাদেশ যেখানে ১০ নম্বরে, সেখানে শ্রীলঙ্কা অবস্থান করছে ৭ নম্বরে।

ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বেশি ভোগানো নামটি ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে এই লেগস্পিনার হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন টি-টোয়েন্টি সিরিজ থেকে। এটি বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর হলেও শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা।

লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা বলেন, ‘হাসারাঙ্গার না থাকা আমাদের জন্য হতাশাজনক। তবে আমাদের দলে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় আছে, যারা ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে।’

তবে বাংলাদেশ দল নিয়েও সতর্ক আসালাঙ্কা। তার ভাষায়, ‘বাংলাদেশ তরুণদের দল, মেধাবী খেলোয়াড়ে ভরা। কঠিন সিরিজ হবে এটা নিশ্চিত।

ভেন্যু ও ম্যাচসূচি

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে তিনটি ভিন্ন ভেন্যুতে।

  • ১ম ম্যাচ : ১০ জুলাই, পাল্লেকেলে
  • ২য় ম্যাচ : ১৩ জুলাই, ডাম্বুলা
  • ৩য় ম্যাচ : ১৬ জুলাই, কলম্বো

সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে , সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

আপডেট সময় : ০৫:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের এই সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আজ পাল্লেকেলেতে। আর এই ম্যাচ দিয়েই নতুন করে শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

সফরের প্রথম দুটি সিরিজে জয় না পাওয়ায় মানসিকভাবে কিছুটা চাপে থাকলেও দলীয়ভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটের চ্যালেঞ্জ আলাদা, আর এখানেই নিজেদের নতুন করে প্রমাণ করতে চান লিটন দাসরা।

টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে থাকা লিটন দাস আশাবাদী। তার মতে, প্রতিটি ফরম্যাটের চাহিদা আলাদা।

‘টেস্ট ও ওয়ানডে ভিন্ন, টি-টোয়েন্টি একেবারেই আলাদা সংস্করণ। আমরা জানি, কীভাবে এই ফরম্যাটে খেলতে হয়। সেভাবেই চেষ্টা করব আমরা।

তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। আগের দুটি সিরিজে দল হারায় আত্মবিশ্বাসে ভাটা পড়েছে। লিটন নিজেও ওয়ানডে সিরিজে ছিলেন সাইড বেঞ্চে। এবার অধিনায়ক হিসেবেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে তাকে।

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে অতীত পরিসংখ্যান বাংলাদেশের জন্য খুব একটা সুখকর নয়। দুই দলের ১৭ ম্যাচে জয় মাত্র ৬টি বাংলাদেশের, বাকি ১১টি জয় শ্রীলঙ্কার। আইসিসি র‍্যাঙ্কিংয়েও এগিয়ে লঙ্কানরা—বাংলাদেশ যেখানে ১০ নম্বরে, সেখানে শ্রীলঙ্কা অবস্থান করছে ৭ নম্বরে।

ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বেশি ভোগানো নামটি ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে এই লেগস্পিনার হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন টি-টোয়েন্টি সিরিজ থেকে। এটি বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর হলেও শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা।

লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা বলেন, ‘হাসারাঙ্গার না থাকা আমাদের জন্য হতাশাজনক। তবে আমাদের দলে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় আছে, যারা ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে।’

তবে বাংলাদেশ দল নিয়েও সতর্ক আসালাঙ্কা। তার ভাষায়, ‘বাংলাদেশ তরুণদের দল, মেধাবী খেলোয়াড়ে ভরা। কঠিন সিরিজ হবে এটা নিশ্চিত।

ভেন্যু ও ম্যাচসূচি

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে তিনটি ভিন্ন ভেন্যুতে।

  • ১ম ম্যাচ : ১০ জুলাই, পাল্লেকেলে
  • ২য় ম্যাচ : ১৩ জুলাই, ডাম্বুলা
  • ৩য় ম্যাচ : ১৬ জুলাই, কলম্বো

সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে , সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।